ইসির সহায়ক ভুমিকায় থাকবে শেখ হাসিনার সরকার, বললেন ওবায়দুল কাদের
নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'নির্বাচনের পুরো দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন আর সহায়ক সরকারের ভুমিকা পালন করবে শেখ হাসিনার সরকার।'
আজ ২৭ শে জুন মঙ্গলবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে গোমতি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে কুমিল্লা-২ সংসদীয় আসনের সাংসদ মো. আমির হোসেন, দাউদকান্দির চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সওজের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, 'গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এলাকার চারটি সেতু জুলাই মাসের মধ্যে চালু হবে। এসব সেতু চালু হলে লোকজন স্বল্প সময়ের মধ্যে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা যাতায়াত করতে পারবে।'
আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, 'সাংবিধানিক দায়িত্ব সকলেই পালন করবেন। নির্বাচন কমিশন তাদের প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে। তারা যদি সেনাবাহিনীকে প্রয়োজন মনে করে অবশ্যই মোতায়েন করা হবে।'