প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প মোদি
ভারতের বাণিজ্যিক অবস্থার আরো উন্নয়নের লক্ষ্যে এবং বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই দুই নেতা প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে মিলিত হয়ে এই আহ্বান জনান ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে উভয় নেতাই যুক্তরাষ্ট্র ও ভারতের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেন।
এসময় মোদি বলেন, 'আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে আপনার জোরালো প্রতিশ্রুতির মূল্য আমি গভীরভাবে উপলব্ধি করি।'
তিনি বলেন, 'আমি নিশ্চিত, আপনার নেতৃত্বের অধীনে উভয়পক্ষের জন্য একটি লাভজনক কৌশলগত অংশীদারিত্ব নতুনভাবে শক্তি লাভ করবে। আমরা নতুন আশবাদের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছতে পারবো।'
এই বৈঠকে ট্রাম্পও বেশ ইতিবাচকভাবে কথা বলেন। তিনি এই বিষয়েও পরিষ্কারভাবে জানান যে, যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে আরো ভারসাম্য আনা দরকার। উভয় পক্ষের জন্য একটি ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হতে হবে।