উচ্ছ্বাসের চিত্র চট্টগ্রামের ফয়েজ লেকে। ঈদের পরের দিন মানুষের উপচেপড়া ভিড় ছিলো বন্দরনগরীর প্রায়সবগুলো বিনোদন কেন্দ্রেই। এসময় আনন্দে মেতে ওঠেন শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সববয়সী মানুষ।
কিছুক্ষণের জন্য হারিয়ে যান আনন্দের রাজ্যে। সময় গড়ানোর সাথে সাথে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজশাহীর চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে ঘুরে দেখেন দর্শনীয় স্থান ও স্থাপনা।
ঈদের ছুটি কাটাতে রংপুরের ভিন্নজগৎসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে ছিলো বিনোদনপ্রেমি মানুষের স্রোত। ঈদের পরের দিন বেলা বাড়ার সাথে সাথে সিলেট ওসমানি শিশু পার্কসহ বিভিন্ন পার্কগুলোতেও দর্শণার্থীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। শিশু-কিশোরদের পাশাপাশি বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠেন বড়রাও। বরিশালের প্লানেট পার্কসহ দেশের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঈদ আনন্দ উপভোগ করেন হাজারো মানুষ।
ঈদ আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্
রাজাধানী ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিলো দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। আনন্দে মেতে ছিলো শিশু-কিশোর থেকে শুরু করে সববয়সী মানুষ। বিনোদন কেন্দ্রগুলোতে সববয়সী মানুষের ভিড় থাকলেও সিংহভাগ দখলে ছিলো শিশু-কিশোরদের।