প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ‘ডুব’
বাংলাদেশ কিংবা ভারত, কোথাও এখনো মুক্তি পায়নি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। তার আগেই ছবিটি প্রথম কোনো আন্তর্জাতিক উৎসব থেকে পুরস্কার পেয়েছে। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। খবরটি আজ বৃহস্পতিবার বিকালে রাশিয়ার মস্কো থেকে জানালেন মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি আরও জানান, ‘ডুব’ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়। এরই মধ্যে এই বিভাগের ছবিগুলো দেখেছেন বিচারকেরা। আর এর ফলাফল জানা যাবে আজ রাতে, উৎসবের সমাপনী অনুষ্ঠানে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মস্কোর দর্শক আমাদের ছবিটি দারুণ ভাবে গ্রহণ করেছে। ছবি দেখার পর তাদের অনুভূতি আমাকে মুগ্ধ করেছে!’
রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২২ জুন। এর আগে ২২ জুন ‘ডুব’ ছবিটি চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়। দুটি উৎসবেই অংশ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা দম্পতি।
‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।