পাস হলো ২০১৭-১৮ অর্থবছরের বাজেট
সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো ২০১৭-১৮ অর্থবছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্দিষ্টকরণ বিল উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই, বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মঞ্জুরি দাবীর ওপর আনীত ছাঁটাই প্রস্তাবের আলোচনায় একটি সীমা টেনে দেন স্পিকার। ৬০টি মঞ্জুরি দাবীর বিপরীতে মাত্র ৬টি ওপর আলোচনার অনুমতি দেন তিনি।
তবে ছাঁটাই প্রস্তাবগুলো সবই নাকচ হয়ে যায়। অন্যদিকে মঞ্জুরি দাবিগুলো অনুমোদনের পর অর্থমন্ত্রী, নির্দিষ্টকরণ বিল ২০১৭ সংসদে উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাস হয়। পয়লা জুলাই থেকে কার্যকর হবে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট।