যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞায় বিপাকে পর্যটক ও অভিবাসীরা
৬টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু হওয়ায় সীমাহীন আইনী চ্যালেঞ্জের মুখে পড়েছেন পর্যটক ও অভিবাসীরা।
এখন থেকে, যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ স্বজন আছে এমন প্রমান দেয়া সাপেক্ষেই মিলবে মার্কিন ভিসা। অবশ্য অভিবাসীদের অধিকার সংরক্ষণে কাজ করা সংস্থাগুলো এরই মধ্যে বিভিন্ন বিমানবন্দরে আইনী সহায়তা দিতে পাঠিয়েছে, আইনজীবি। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অব্যাহত আছে বিক্ষোভও।
এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ মার্কিনীরা। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে অনর্থক ও মার্কিন মূল্যবোধের পরিপন্থি বলছেন তারা। অবশ্য এ সিদ্ধান্তের বিরুদ্ধে অভিবাসীদের আইনগত সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অবস্থান নিয়েছেন আইনজীবিরা। বেশ কয়েকটি ফেডারেল আদালতে বাধার পর সুপ্রিম কোর্টে গড়ায় ৬ মুসলিম দেশের অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমন নিষেধাজ্ঞা। সর্বোচ্চ আদালত গেল সোমবার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আংশিক কার্যকরের সিদ্ধান্ত দেয় গেল সপ্তাহে।