মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ শ্রমিক আটক
মালয়েশিয়ায়র ইমিগ্রেশন পুলিশ ৫১জন অবৈধ শ্রমিককে আটক করেছে যাদের বেশিরভাগই বাংলাদেশি। অভিযানে ২৩৯ জনের কাগজ-পত্র যাচাই-বাছাইয়ের পর ৫১ জনকে আটক করা হয়। গতকাল শুক্রবার রাতে কুয়ালালামপুরের পেটালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
জানা যায়, ই-কার্ড নিবন্ধনের তারিখ ৩০ জুন শেষ হওয়ায় এখন থেকে পারমিট ছাড়া কর্মরত শ্রমিকদের ধরতে প্রতিদিনই এ অভিযান অব্যাহত থাকবে।
আটক হওয়া মিয়ানমারের এক নারী শ্রমিক দাবি করেন, নিয়োগকর্তা তাকে এই সম্পর্কে কিছু অবগত করেননি, তাই তিনি এই বিষয়ে সচেতন ছিলেন না।
এ দিকে দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (এম বি এ এম) সরকারের কাছে ই-কার্ড করার সময় ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করেছে। এই প্রতিষ্ঠান বলছে, ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজ ও দ্রুত ই-কার্ড করতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে তারা সহযোগিতা করবে। ই-কার্ড করার প্রক্রিয়া সহজ করা হলে নিয়োগকর্তারা অবৈধ কর্মীদের ই-কার্ড করতে উদ্বুদ্ধ হবে তাদের বিশ্বাস।