দোকান আছে। বিক্রেতা নেই। নাম সততা স্টোর। রাজবাড়ীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে এই দোকানে বেচাকেনা হয় বিক্রেতা ছাড়াই।
ক্রেতারা তাদের পছন্দের জিনিসটি নিয়ে টাকা রেখে যান নির্দিষ্ট বক্সে। বিক্রেতাবিহীন এ দোকানে প্রতিদিন বেচাকেনাও হয় বেশ। শিক্ষার্থীরা জানালেন, টাকা না দিয়ে তারা কখনো কোনো জিনিস নিয়ে যান না।
শিক্ষার্থীদের সততায় উদ্বুদ্ধ করতেই ব্যতিক্রমী এই দোকান চালু করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। সততা স্টোরের মতো এরকম ছোটখাট উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সত্যবাদী হতে সহায়তা করবে বলে প্রত্যাশা শিক্ষক-অভিভাবক সবার।
সততা স্টোর বিক্রেতা ছাড়াই চলছে
একটি দোকান। যেখানে মেলে খাতা, কলমসহ নানা বাহারী পণ্য। কিন্তু, মজার বিষয় দোকানে নেই কোন বিক্রেতা। ক্রেতারা নিজের পছন্দের জিনিসটি ক্রয় করে, নির্দিষ্ট বাক্সে মূল্য পরিষধ করে চলে যান। সততা স্টোর নামে এমনই এক দোকান রয়েছে রাজবাড়ীর স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।