চলচ্চিত্র ঐক্যজোট প্রধানমন্ত্রীকে নালিশ করবে
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবে চলচ্চিত্রের ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। জানা গেছে, যৌথ প্রযোজনার নামে যেভাবে যৌথ প্রতারণা করে ছবি নির্মাণ করা হচ্ছে, এ ধরনের ছবির চলচ্চিত্র শিল্পকে কীভাবে ক্ষতিগ্রস্থ করছে আর এসব ছবির ছাড়পত্র দেওয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সম্পৃক্ত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন নেতৃবৃন্দ। এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছেন তারা।
আজ রোববার দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, তারা আশা করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করতে পারবেন।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম তথ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন। তার ওপর নির্ভর করেছিলাম। কিন্তু তিনি আমাদের হতাশ করেছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের বিশ্বাস, তার কাছ থেকে আমরা সঠিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা পাব।’
চলচ্চিত্র সেন্সর বোর্ড যৌথ প্রযোজনার নিয়ম না মেনে তৈরি না হওয়া ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র দিয়েছে ঈদের আগে। ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার জন্য আন্দোলন করেছে চলচ্চিত্র ঐক্যজোট।