টানা বৃষ্টি ও পাহাড় ধসে বিধ্বস্ত কাপ্তাই-রাঙামাটি-বড়াদম সড়ক ৩ সপ্তাহেও স্বাভাবিক হয়নি। সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় কৃষিপন্য ও মৌসুমী ফল পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। যাতায়াত বন্ধ থাকায় চরম দূর্ভোগ দেখা দিয়েছে এলাকায়। তাই শিগগিরই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

গত ১২ ও ১৩ জুন টানা বৃষ্টিতে ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটি-কাপ্তাই-বড়াদম সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের কয়েকটি অংশ একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পন্য নিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। এ ছাড়াও মুখ থুবড়ে পড়েছে পর্যটন সম্ভাবনাও।

সড়কটি চলাচলের উপযোগি করতে রাঙামাটি এলজিইডি গত দুই সপ্তাহ ধরে সংস্কার কাজ করলেও যান চলাচলের উপযোগি হবে কি না-এ নিয় সন্দিহান স্থানীয়রা।

তবে এলজিইডি প্রকৌশলীর দাবি আপাতত সড়কটি সংস্কার করে হালকা যান চলাচলের উপযোগি করে তোলা হয়েছে। রাঙামাটির জনগুরুত্বপূর্ন সড়কটি পুরোপুরি চালু করতে শিগগিরই উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।