উত্তরায় তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরায় তিনটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নূরে আলম সিদ্দিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর সি-শেল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে চতুর্থ তলার ৩০২ নম্বর কক্ষ থেকে একজন পুরুষ ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তিনি আরো বলেন, হোটেলে ওই দুই জনই ছিলেন বলে মালিক আমাদের জানিয়েছেন।
উত্তরার ৪ নম্বর সেক্টরে একুশে রেস্তোরাঁর ৪তলা ভবনে প্রথম আগুন লাগে। পরে বাতাসে পাশের একটি তিন তলা ও এর পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ভবনগুলোর ভেতরে থাকা জিনিসপত্র সব পুড়ে গেছে। এদিকে, আগুনের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, সোমবার ভোর ৫টার দিকে আগুন লাগে—সকাল ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, চার নম্বর সেক্টরে ৪তলা ভবনসহ পাশের দুটি ভবনে আগুন লাগে। ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে।
অগ্নিকাণ্ডে একুশে রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফলস সিলিং থাকায় ক্ষতি বেশি হয়েছে।