১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিল কাতার
নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরবের নেতৃত্বে আরব দেশগুলোর দেয়া ১৩ দফা শর্তের আনুষ্ঠানিক জবাব দিয়েছে কাতার।
দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির লেখা চিঠিটি কুয়েতের আমিরের কাছে হস্তান্তর করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
তবে ওই চিঠিতে কী লেখা আছে তা জানানো হয়নি। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ দোহার সঙ্গে আরব দেশগুলোর বিরোধ নিরসনে অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন।
বুধবার কায়রোতে সৌদি নেতৃত্বাধীন জোটের বৈঠকে কাতারের এ প্রতিক্রিয়া প্রধান আলোচ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে।
সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
এরপর সম্পর্ক পুনর্গঠনে ইরান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বন্ধ করাসহ কাতারকে ১৩টি শর্ত দেয় দেশগুলো।