LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ শনিবার| ২৭ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

নীলফামারীর সৈয়দপুরে মিথ্যা মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার



শাহ মো: জিয়াউর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে মিথ্যা নারী নির্যাতন মামলার আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার।
অভিযোগে জানা যায়, শহরের মিস্ত্রীপাড়া মন্দির রোড এলাকার বাসিন্দা নুরুল হোসেন খানের মেয়ে শিরিন আক্তারের সাথে গত ১৬/০১/২০১১ ইং তারিখে বিয়ে হয় ইসলামবাগ চিনি মসজিদ (গোলাহাট পুলিশ ফাড়ি সংলগ্ন) এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে সাহিদ শামীমের সাথে। বিয়ের পর থেকে শিরিন আক্তার সংসারে মনোযোগী না হয়ে বিলাসি জীবনযাপন করার চেষ্টা করে। স্বামীর অবাধ্য হয়ে শ্বশুড়-শাশুড়ীর সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করতে থাকে। এক পর্যায়ে শিরিন সংসারে অশান্তি সৃষ্টি করে। এছাড়া শিরিন বিভিন্ন মামলায় ফাঁসাবে বলে হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে শিরিনকে বারবার বোঝানোর চেষ্টা করেও অনেকে ব্যর্থ হয়। তাছাড়া শিরিন সাহিদের কাছে বিভিন্ন দাবীদাবা করে হয়রানি করে আসছিল। এ অবস্থায় শিরিনের কর্মকান্ডে পরিবারটি অসহায় হয়ে পড়ে। এর মধ্যে গত ০৩/০৫/১৭ ইং তারিখে সকাল ১০টায় শিরিন সাহিদের বাসা থেকে স্বর্ণলংকার ও কাপড় চোপড় নিয়ে পিত্রালয়ে চলে যায়। যাওয়ার পর তাকে ফিরে আনার অনেক চেষ্টা করেও সাহিদ ব্যর্থ হন। এ নিয়ে সাহিদ সৈয়দপুর থানায় একটি জিডি করেন। জিডি নং -৬৯৪, তারিখ ঃ ১৩/০৫/২০১৭ । জিডির বিষয়টি জানতে পেরে আরো বেপরোয়া হয়ে উঠে শিরিন। সে মিথ্যা মামলার হুমকি দিতে থাকেন। স্ত্রী যন্ত্রনা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সাহিদ গত ১৪/০৫/১৭ ইং তারিখে শিরিনকে তালাকের নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পর শিরিন ও তার ভাই সৈয়দপুর জিআরপি থানায় কর্মরর্ত পুলিশ সদস্য আশরাফ সাহিদের পরিবারকে হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে সাহিদ গত ১৬/০৫/১৭ ইং তারিখে নীলফামারী ম্যাজিষ্ট্রেট আদালতে শিরিন, আশরাফ ও রিপনের নামে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
অবশেষে শিরিনকে সরকারী বিধিমতে তালাক দেন সাহিদ। এছাড়া গত ১৪/০৫/১৭ ইং তারিখে নীলফামারী নোটারী পাবলিকের কাছে এফিডেভিট করেন সাহিদ। এদিকে পূর্ব থেকে দিয়ে আসা হুমকির ধারাবাহিকতার আলোকে শিরিন গত ২০/০৫/১৭ ইং তারিখে সৈয়দপুর থানায় একটি মিথ্যা নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং-২৫। মামলায় আসামী করা হয়েছে সাহিদ, তার বোন সানাম আক্তার, পিতা শামীম আহমেদ ও মা শাহানাজ বানুকে। সাহিদ অভিযোগ করেন যে, প্রেমের সম্পর্কের কারণে উভয়ে বিয়ে করি। বিয়েতে আমার স্ত্রীর পরিবার কোন কিছু দেয়নি। বরং শিরিন সংসারে অশান্তি সৃষ্টি করে। অথচ সৈয়দপুর থানায় মিথ্যা মামলায় যৌতুক দাবিসহ অনেক জিনিস পত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখিত সব তথ্য মিথ্যা ও বানোয়াট। ওই মামলায় ইতিমধ্যে সাহিদের বাড়ীতে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পুলিশ কয়েকবার হানা দেয়। বর্তমানে মিথ্যা মামলায় আসামী হয়ে পুলিশের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে সাহিদের পুরো পরিবার। এদিকে শিরিনের ভাই জিআরপি পুলিশ সদস্য আশরাফ বাড়িতে গিয়ে হুমকি প্রদান করছে। অভিযুক্তরা মামলাটির সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন এবং তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।
এ ব্যপারে মামলার তদন্ত কর্মকর্তা দীলিপ কুমার জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।


1