তথ্যপ্রযুক্তি বিষয়ে ত্রিশ হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার
দক্ষতা উন্নয়নে বাংলাদেশ উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইনিশিয়েটিভ- ওয়াইফাই এর আওতায় দুই হাজার আঠারো সাল নাগাদ ত্রিশ হাজার নারী উদ্যোক্তাকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওয়াইফাই এর উদ্বোধন করে তিনি বলেন, এর মাধ্যমে একই ছাতার নিচে সকল প্রযুক্তি কর্যক্রম করা সম্ভব। এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ওয়াইফাই কার্যক্রমের মাধ্যমে একজন নারী সম্পদে পরিণত হবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন,নারীদের উন্নয়নের কেন্দ্রে রাখতে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি আইসিটি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। বিশ্বে চতুর্থ দেশ হিসেবে বাংলাদেশে উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইশিশিয়েটিভ-ওয়াইফাই উদ্বোধন করা হলো।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইনিশিয়েটিভ- ওয়াইফাই এর আওতায়, আগামী ২০১৮ সাল নাগাদ, ত্রিশ হাজার নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা করেছে সরকার। এর মাধ্যমে একই ছাতার নিচে প্রযুক্তি বিষয়ক যেকোন কার্যক্রম পরিচালনা সম্ভব।'