এবার শতাধিক প্রেক্ষাগৃহে আসছে ‘রাজনীতি’
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ আর ‘বস টু’র চাপে ঈদে মাত্র ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজনীতি’। কিন্তু এই সবকটি প্রেক্ষাগৃহে ‘রাজনীতি’ ছবিটি দেখার জন্য যথেষ্ট ভিড় দেখা গেছে। এবার ঈদে সম্পূর্ণ দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের তৈরি একমাত্র ছবি ছিল এটি। ছবির পরিচালক বুলবুল বিশ্বাস জানালেন, আগামী ১৪ জুলাই ‘রাজনীতি’ ছবিটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। এর মধ্যে থাকছে ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহ।
বুলবুল বিশ্বাস বলেন, ‘রাজনীতি’ ছবিটি যে কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সেখানে দর্শকদের চাহিদা ভালো থাকায় এবার সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সামনে এই সংখ্যা আরও বাড়বে।
এদিকে ছবির নায়িকা অপু বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি এখনো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারিনি। ঢাকায় মুক্তি পেলে আমি দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব।’
‘রাজনীতি’ ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।