শ্রীপুরে তিনদিন পর অপহৃত স্কুল ছাত্র সিলেট থেকে উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি Channel 4TV :
শ্রীপুরে তিনদিন পর অপহৃত স্কুল ছাত্র সিলেট পুলিশের কাছ থেকে উদ্ধার হয়েছে। গতকাল ৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার সময় সিলেট কতোয়ালী থানা পুলিশের কাছ থেকে শ্রীপুর থানা পুলিশ স্কুল ছাত্রকে বুঝিয়ে আনেন। এ ঘটনায় অপহৃত ছাত্রের মাতা তাসলিমা বেগম বাদী শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। এতে পুলিশ সন্দেহজনক এক যুবককে আটক করে গাজীপুর আদালতে প্রেরন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা থেকে অপহৃত স্কুল ছাত্র জোনায়েদ (১৪) গত মঙ্গলবার সকাল সাড়ে আটটায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাত নামা ৪/৫ ব্যক্তি তাকে জোরপূর্বক একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রের মা তাসলিমা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। সিলেট কতোয়ালী থানা পুলিশ স্কুল ছাত্র জোনায়েদকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। উদ্ধার করে শ্রীপুরে নিয়ে আসেন। অপহৃত জোনায়েদ জানায়, ওই দিন ৪/৫জন ব্যক্তি তাকে জোর করে মাইক্রোবাসে তুলে তার মুখ হাত বেঁধে একটি অজ্ঞাত স্থানের একটি কক্ষে আটক করে রাখে। পরে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ট্রেনে করে চট্রগ্রাম রেলস্টেশনে নিয়ে যায়। দিনভর চট্রগ্রাম রেলস্টেশনে বসিয়ে রাখে। অপহরনকারীরা এক পর্যায়ে বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম পাহারিকা ট্রেনে তাকে তুলে দেয়। কুমিল্লার নাঈম নামক এক ট্রেন যাত্রীর কাছে জোনায়েদ তার ঘটনা প্রকাশ করেন। ট্রেন যাত্রী নাঈম তার ঘটনার বর্ননা শুনে সিলেট পুলিশের নিকট ছাত্রকে হস্তান্তর করে। সিলেট কতোয়ালী থানা পুলিশ তথ্য দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আ: ছাত্তার সিলেট কতোয়ালী থানা থেকে তাকে নিয়ে আসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, উদ্ধারকৃত ছাত্রকে শনিবার গাজীপুর আদালতে জবানবন্দীর জন্য পাঠানো হবে। এ ঘটনার সাথে জড়িত থাকা ওই গ্রামের আল আমিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।