চলতি অর্থবছরে ঘাটতি ৪৩/৫৫ হাজার কোটি টাকা: সিপিডি
চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হবে বলে মনে করছে সেন্টার পলিসি ফর ডায়ালগ-সিপিডি।
সোমবার সকালে ব্র্যাক সেন্টারে সিপিডির বাজেট পরবর্তী পর্যবেক্ষণ আলোচনায় অর্থনীতিবিদরা এ কথা বলেন।
ভ্যাট আইন বাস্তবায়ন করতে না পারা রাজস্ব ঘাটতির কারণ হিসেবে দেখছেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বক্তারা বলেন, সরকারের যথেষ্ট প্রস্তুতির অভাব এবং ব্যবসায়ী, ভোক্তা ও সুশীল সমাজের সঙ্গে ঐকমত্যের অভাবেই ভ্যাট আইন বাস্তবায়ন হয়নি।
এছাড়া ভ্যাট আইনের সঠিক তাৎপর্য অনুধাবন করতে সরকার ব্যর্থ বলেও মন্তব্য সিপিডির।
আলোচকরা বলেন, অর্থপাচার না ঠেকিয়ে জনগণের ওপর করের বোঝা বাড়ানো অনৈতিক।
সব মিলিয়ে বাজেটের আয়-ব্যয় কাঠামোকে যথেষ্ট দুর্বল বলে মনে করছে সিপিডি।