চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি করপোরেশনকে দুষলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মশা তাড়াতে সিটি করপোরেশনের ঘাটতির কারণে চিকুনগুনিয়া ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।
তিনি বলেন, শুধু রাজধানীতেই চিকুনগুনিয়া ভাইরাস বেশি ছড়িয়েছে। তবে বর্তমানে এর প্রাদুর্ভাব কমে এসেছে।
মশা তাড়ানোর দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় উল্লেখ করে তিনি বলেন, এ কাজে সিটি করপোরেশনের ঘাটতি রয়েছে।
সোমবার সচিবালয়ে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
গত দুই মাসে এডিস মশার কামড় থেকে ছড়ানো ভাইরাস চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ভাইরাস বৃদ্ধির কারণ হিসেবে সিটি করপোরেশনকেই দায়ী করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
মশা তাড়াতে সিটি করপোরেশনের ঘাটতির কথা উল্লেখ করে এর প্রাদুর্ভাব বাড়লেও এ ভাইরাস মহামারি আকার ধারন করেনি বলে জানান তিনি।
বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জনসংখ্যা দিবসকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি বছরই জনসংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে বাড়ছে বেকারত্বের সংখ্যা। আর এই বিশাল সংখ্যক বেকারদের কর্মসংস্থান, স্বাস্থ্যসহ চাহিদা পূরণ করতে সরকারকে বেগ পেতে হচ্ছে। তাই সরকার বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি, জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশের মত এবারও ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করবে বাংলাদেশ।