মুক্তারপুরে কোষ্টগার্ডের অভিযানে কোটি টাকা মূল্যের তৈরী কারেন্টজাল জব্দ
মুন্সীগঞ্জ প্রতিনিধি Channel 4TV : মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় ১৮ টি দোকানে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের তৈরী কারেন্টজাল জব্দ করেছে কোষ্টগার্ড। মুক্তারপুর এলাকায় প্রায় অর্ধশত তৈরী কারেন্টজাল পাইকারী ও খুচরা বিক্রির দোকান রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে কোষ্টগার্ড সদর দফতর থেকে আসা একটি টিম বিভিন্ন দোকানে অভিযান চালায় । এ সময় কোষ্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পার্শবতী প্রায় ২০-৩০ টি দোকান মালিকেরা দোকানে তালা বদ্ধ করে দ্রুত পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলোর তালা ভেগে ফেলে । অভিযাটিতে ১৮ টি দোকান থেকে অনুমানিক ৩০ হাজার পাউন্ট তৈরী কারেন্টজাল জব্দ করেন । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। পরে জব্দকৃত কারেন্টজালগুলো ধলেশ্বরী নদীর তীরে নিয়ে আগুনে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাঈদুজ্জামান খাঁন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মো: ময়েদুজ্জামান, কোষ্টগার্ডের লে. কর্নেল তাসকিন রেজা, নৌ পুলিশের এস আই মোজাম্মেল হক প্রমুখ।