গাংনীতে বিজিবির ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর তেতুঁলবাড়িয়া ইউনিয়ের সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার তসলিম আলী কে অবেশেষে মঙ্গলবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে।তিনি নতুন ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন নায়েক সুবেদার কবির আহমেদ।
নায়েক সুবেদার কবির আহমেদ জানান,তিনি মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। কর্তৃপক্ষের নির্দেশে সহড়াতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছি। এদিকে রবিবার বিজিবির হাতে আটক এরশাদ আলী কে ছেড়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য ঃ রবিবার সকাল ১১ টার সময় এরশাদ আলী নামের এক ব্যক্তি বিজিবি ক্যাম্পের কাছে একটি হোটেল খাবার খাওয়ার জন্য প্রবেশ করে। এসময় সিভিল পোশাকে দুই জন বিজিবি সদস্য এরশাদ আলীকে আটক করে নিয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন বিজিবি’র সদস্যরা একটি ফেন্সিডিলের বোতল এরশাদ আলীর কোমরে গুজে দেয়। এসময় ওই বোতলটি এরশাদ ছুড়ে ফেলে দিলে বিজিবি সদস্যরা এরশাদ আলীকে মারধর করে পুনরায় ফেনসিডিলের বোতলটি কোমরে গুজে দিয়ে তাকে ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় ক্যাম্প কমান্ডার তসলিম আলীর প্রত্যাহার ও এরশাদ আলীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা।