নকলপ্রবণতা থেকে বের হতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান
পরীক্ষায় নকলপ্রবণতা কমাতে শিক্ষক ও অভিবাবকদের নিরুৎসাহিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নকল করে জিপিএ-৫ পাওয়া সম্ভব হলেও ভবিষ্যতে উন্নয়ন সম্ভব নয়।
মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে সামাজিক, অর্থনৈতিক বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো বিকল্প নেই বলেও জানান মন্ত্রী।
এবছর এ ট্রাস্ট্রের মাধ্যমে দুই লাখ ৫৪ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকা বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী।