অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুরা অপুষ্টির শিকার: চিকিৎসক
চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে অজ্ঞাত জ্বরে আক্রান্ত শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগে মারা গেছে বলে প্রাথমিক ধারণা বিশেষজ্ঞ দলের। আক্রান্তদের স্বজনদের সাথে কথা বলার পর বিশেষজ্ঞ দল তাদের এ মতামত দেয়।
এদিকে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডাক্তার হাসান।
এদিকে কারণ না জানা গেলেও জ্বরে আক্রান্ত ৩১ শিশুকে উপসর্গ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের সবার জ্বরের মাত্রা কমলেও, শরীরের ফোসকা রয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সীতাকুণ্ডের সোনাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত আদিবাসী ত্রিপুরা পাড়ায় গত এক সপ্তাহ ধরে শিশুরা অজ্ঞাত এ জ্বরে আক্রান্ত হয়। জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত নয়জন শিশু মারা গেছে।
প্রথম দিকে বাসিন্দারা আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবে দেখলেও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সবাই। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হলে সিভিল সার্জন ঘটনাস্থলে যান। এরপরই অসুস্থদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়।