শ্রীপুরে স্থানীয়দের উদ্যোগে সড়ক সংস্কার
টি.আই সানি,গাজীপুর Channel 4TV :
দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় থাকার পর স্থানীয়দের উদ্যোগে সংস্কার করা হলো ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক থেকে এম সি বাজার সুফিয়া কটন মিলের পার্শ্ব দিয়ে ধনুয়া অভিমুখে সড়কের এক কিলোমিটার অংশ।
স্থানীয় হাজী দেলোয়ার হোসেন ও শরিফুল ইসলাম,তরুন শিল্পপতি আল-আমিন সরকারের উদ্যোগে এ রাস্তার সংস্কার কাজ করা হয়।
স্থানীয়রা জানান,এলাকার জনহিতৈষী ব্যাক্তিদের উদ্যোগে স্বাধীনতার আগেই এ রাস্তা নির্মান করা হয়। নব্বই এর দশকে এ সড়ক ব্যবহার করে নোমান গ্রুপ ও তামিশনা গ্রুপের কয়েকটি কারখানা গড়ে উঠায় ২০০০ সালে জেলা পরিষদ থেকে সড়কটিতে ইটের সলিং দেয়া হয়।কিন্তু এ সড়ক দিয়ে প্রতিদিন শিল্প কারখানার যানবাহন যাতায়াত করায় ইটা উঠে বড় বড় গর্তের তৈরী হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় ভোগান্তিতে পরে কয়েক হাজার লোক।
স্থানীয় হাজী দেলোয়ার হোসেন বলেন,দীর্ঘদিন অনুপযুক্ত হয়ে থাকায় শিল্পকারখানার শ্রমিকদের কষ্ট করে বিকল্প পথ ব্যবহার করে যাতায়াত করতে হত। সরকারের বিভিন্ন দফতরে যোগাযোগ করে কোন সমাধান না পেয়ে আমরা প্রায় সাত লক্ষ টাকা ব্যায়ে ইটা বালু ফেলে চলাচলের উপযুক্ত করেছি।
একই এলাকার শরিফুল ইসলাম বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন অচল হয়ে থাকায় এলাকার লোকজনের ভোগান্তি বিবেচনায় রাস্তাটি সচল করেছি আমরা।
তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন,এ রাস্তাটি সংস্কারের জন্য আমি চেষ্টা করে যাচ্ছিলাম, এমতাবস্থায় রাস্তাটির এলাকার লোকজন সংস্কার করে তারা প্রসংসার