হজ এজেন্সির কোটা বাণিজ্য: হজ যাত্রা অনিশ্চিত ২০ হাজার মানুষের
কয়েকটি হজ এজেন্সির কোটা বাণিজ্য ও বেআইনী রিপ্লেসমেন্টের কারণে নিবন্ধিত ২০ হাজার জনের হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এ অভিযোগ করে কোটা বঞ্চিত ১০০টি এজেন্সি, ভুয়া নামে নিবন্ধিত যাত্রীদের অবৈধ রিপ্লেসমেন্ট বন্ধে ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তবে, হাব বলছে, নিবন্ধনের ক্ষেত্রে কিছু অনিয়ম হলেও অতিরিক্ত কোন রিপ্লেসমেন্ট হয়নি। আর ধর্ম মন্ত্রণালয় বলছে, এ ব্যাপারে সুনিদিষ্ট কোন অভিযোগ পাননি তারা।
এবার হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন মোট ১ লাখ ২৭ হাজার ১শ ৯৮জন। কিন্তু শতাধিক হজ এজেন্সির অভিযোগ, নিবন্ধনের পূর্বে ধর্ম মন্ত্রণালয়ের কিছু সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সিরিয়ালে পেছনে পড়ায় কোটা বঞ্চিত হয় তারা। অথচ কিছু এজেন্সি ভুয়া আইডি দিয়ে প্রাক নিবন্ধন নিয়ে কোটা দখল করেছে। নিয়ম অনুযায়ী ৪ শতাংশের বেশি রিপ্লেসমেন্টের সুযোগ না থাকলেও অসাধু এজেন্সিগুলো এখন রিপ্লেসমেন্ট করে বাণিজ্য করছে। অথচ নিয়ম মেনে নিবন্ধন করার পরও সিরিয়ালে পেছনে পড়ার কারণে ২০ থেকে ৩০ হাজার জনের হজ যাত্রা অনিশ্চিয়তার মুখে পড়েছে বলে জানান তারা।
এ অবস্থায় অবৈধ রিপ্লেসমেন্ট বন্ধের পাশাপাশি সৌদি সরকারের কাছ থেকে অতিরিক্ত ৫০ হাজার কোটা আনতে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান তাদের।
এদিকে, নিবন্ধনের সময় ধর্ম মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কিছু দুর্বল সিদ্ধান্তে অনিয়মের সুযোগ তৈরি হলেও এখন পর্যন্ত কোন অবৈধ রিপ্লেসমেন্ট হয়নি বলে দাবি হাবের। এদিকে, এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, সুনিদিষ্ট কোন অভিযোগ পাননি তারা।