হাসিনা-সিরিসেনা বৈঠকে ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার দ্বিপাক্ষিক বৈঠকে ১টি চুক্তি ও ১৩ টি সমঝোতা স্মারক সই হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিরিসেনা পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। প্রথমে দুই নেতা একান্তে বৈঠকে বসেন। এরপর দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা দ্বিপক্ষীয় বৈঠক করেন। শেষে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।
এদিকে দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে একটি চুক্তিতে সই করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েকে।
এছাড়া বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (বৃহস্পতিবার) ঢাকায় অাসেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে সে দেশের মন্ত্রী পরিষদের সদস্যসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিসহ ৭৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে।
২০১৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর।