কোটি টাকার স্বর্ণের বারসহ নারী গ্রেফতার
যশোরের বেনাপোলে প্রায় তিন কেজি ওজনের ১১টি স্বর্ণের বারসহ একজন নারী যাত্রীকে গ্রেফতার করছে শুল্ক গোয়েন্দা। স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।
শনিবার সকালে ওই নারীকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা। স্বর্ণগুলো নিয়ে ওই নারী পাচার করার উদ্দেশ্যে ভারত যাচ্ছিল। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বেগম রোকসানা (৩০)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান চ্যানেল আই অনলাইনকে বলেন: গ্রেফতার নারী যাত্রী সম্পর্কে গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, ফলে বেনাপোলে কাস্টমস চেকপোস্টে কাজ শেষেই তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন স্বর্ণের বারগুলো রোকসানা স্কচটেপ দিয়ে শরীরে বিশেষভাবে লুকিয়ে রেখেছিল। সকাল ৯ টায় বেনাপোল চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের পথে এই যাত্রীকে শনাক্ত করা হয়। পরে মহিলা কর্মকর্তা দিয়ে তার শরীর তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করে।‘১১টি স্বর্ণের বারগুলোর ওজন ২ দশমিক ৭৫ কেজি। স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।’ গ্রেফতার নারীকে জিজ্ঞাসাবাদ এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান মইনুল।