গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষের নির্দেশ: বিপু
এক বছরের মধ্যে গ্রামাঞ্চলে শতভাগ বিদ্যুতায়নের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শনিবার সকালে রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপকদের সম্মেলনে এ নির্দেশনা দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগের চেয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দুর্নীতির আভিযোগ কমেছে। তবে সেই সঙ্গে বেড়েছে গ্রাহক সেবার মান।
এখন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নসরুল হামিদ।