নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ উত্তরের মেয়রের
বাসা-বাড়িতে গিয়ে মশা মারার দায়িত্ব সিটি করপোরেশনের নয় বলে শুক্রবারের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কেপোরেশনের মেয়র আনিসুল হক।
মেয়র বলেন, কথাটি তিনি সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই বলেছেন—এই রোগ নিয়ন্ত্রণে যা যা করার প্রয়োজন তাই করা হবে।
শনিবার চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজধানীর গুলশানে ডিসিসি ভবনের সামনে থেকে এক র্যা লিতে অংশ নেয়ার আগে নিজের আগের বক্তব্য থেকে সরে আসেন মেয়র।
গতকাল চিকুগুনিয়া প্রতিরোধে নিজের এই অবস্থানের কথা বলেছিলেন ঢাকা উত্তরের মেয়র। পরে বিষয়টি সামাজিক গণমাধ্যমসহ বিভিন্ন মহলে বেশ সমালোচিত হলে আজই শনিবার এ মন্তব্যর জন্য দুঃখ প্রকাশ করেন।
এ রোগ প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে এই ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড চালানো হবে— এই কার্যক্রমে কোনো অবহেলা করা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান আনিসুল হক।
পরে সিটি করপোরেশনের কর্মীদের নিয়ে র্যা লির পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আনিসুল হক।