মুক্তবাণিজ্য চুক্তি সইয়ে প্রস্তুত শ্রীলঙ্কা বাংলাদেশের সঙ্গে
বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই করতে প্রস্তুত শ্রীলঙ্কা।
শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার উপস্থিতিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েকে।
একই সঙ্গে শ্রীলঙ্কানদের জন্য বাংলাদেশি ভিসা আরো সহজ করার অনুরোধও করেন তিনি।
আর শ্রীলঙ্কার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতাস্বারক ও চুক্তির বাস্তব প্রয়োগ দেখতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা।
৩ দিনের সফরের শেষ দিনে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানেও শুধু শ্রোতা হয়েই থাকেন লঙ্কান রাষ্ট্রপতি।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির হয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী রবি করুণানায়েকে।
করুণায়েকের দাবি, রাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হলো।
পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সফরে যে ১৪টি সমঝোতাস্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে তাতে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
তবে, এ চুক্তি যেন শুধু চুক্তিই থেকে না যায় সে দিকে নজর দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তারা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাবি, এবার স্বাক্ষরিত সব সমঝোতাস্মারক ও চুক্তি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, এসব চুক্তির ফলোআপ হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার সঙ্গে আবারও আলোচনায় বসবে বাংলাদেশ।