প্রত্যাহার হলো জাবির অনশন
প্রত্যাহার হলো জাবির অনশন অবশেষে অনশন প্রত্যাহার করেছে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। দায়েরকৃত মামলা প্রত্যাহারের আশ্বাসে টানা তৃতীয় দিন শেষে অনশন প্রত্যাহার করেন তারা। জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। এ সময় উপ-উপাচার্য তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান। জাবি উপাচার্যের বাসভবন ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে ৫৬ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে তিন দিন ধরে অনশন চলছিল। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তৃতীয় দিনে সোমবার আট শিক্ষার্থী অনশনে অংশ নেন। তাদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েন। উপাচার্যের বাসভবন ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা। এ মিছিল নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।