আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে দূর্ঘটনায় নিহত ১ আহত ১০
আব্দুস সাত্তার,সাভারঃ
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় বুধবার সকাল সাড়ে ১১ টায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন যাত্রী। আহতরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মহাসড়কের দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ৩০ মিনিট পর বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দ্রা থেকে নবীনগরগামী দ্রুতগামী পলাশ পরিবহনের যাত্রীবাহি বাস আশুলিযার পলাশ বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়। আহত হয় আরও ১০ জন। আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি আটক করলেও তবে বাসের চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনা নিশ্চিত করে জানান মরদেহ ও গাড়িটি সাভার হাইওয়ে থানা নিয়ে গেছে। পরে সাভার হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ মোঃ জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি