অধিক মুনাফায় ভেজাল না দিতে মাছ রপ্তানিকারকদের আহ্বান প্রধানমন্ত্রীর
অধিক মুনাফা লাভের আশায় ভেজাল না দিতে মাছ রপ্তানিকারকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এতে সামান্য মুনাফার লোভে নিজের ব্যবসার পাশাপাশি দেশেরও ক্ষতি হয়।
গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য আরো সার্ভে জাহাজ কেনা হবে—এ কথা জানিয়ে তিনি বলেন, মাছের উৎপাদন বাড়ানের পাশাপাশি প্রক্রিয়াজতকরণে গুরুত্ব দিতে হবে এজন্য টেস্টিং ল্যাবরেটরি করা হবে।
বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
১৮ থেকে ২৪ জুলাই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনয়াতনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশের কৃষিজ আয়ের প্রায় ২৫ ভাগই আসে মৎস্য খাত থেকে। জিডিপিতে যার অবদান প্রায় ৪ শতাংশ।
তিনি বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তখনই এ খাতের ব্যাপক উন্নতি হয়েছে।
ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছে ফরমালিনের অপব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বেশি মুনাফা লাভের আশায় ভেজাল না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
হাওর অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি, ও প্রক্রিয়াজাতকরণের জন্য টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।
এর আগে মৎস্য উৎপাদন ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে অবদান রাখায় ১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার প্রদান করা হয়।