হলি আর্টিজান হামলার অভিযোগপত্র দ্রুতই দেয়া হবে: কমিশনার
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় দ্রুত আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশে- ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
কমিশনার আরো জানান, সম্প্রতি গ্রেপ্তার হওয়া গুলশান হামলার অন্যতম আসামি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।
মাহফুজ ভারতের খাগড়াগরের বোমা বিস্ফোরণ মামলার তালিকাভুক্ত আসামি তাকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা-- এনআইএ এখনো জিজ্ঞাসাবাদ করেনি বলেও জানান কমিশনার।
গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশএর দাবি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা সে। সোহেল মাহফুজ হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি তিনি। তাকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
গতবছর ১ জুলাই হলি আর্টিজানে হত্যা করা হয় ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে।