গাংনীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় দুই বখাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ।
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে স্কুল ছাত্রী বিদ্যালয়ে যওয়ার পথে দুই যবুক ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার ঘটনায় দুই বখাটে পুলিশের ভয়ে আত্মগোপন করেছে । গতকাল দুপুর থেকে চলছে পুলিশের অভিযান । পুলিশের অভিযানের কারণে বখাটে রাশেদুল ইসলাম ,ও সরোয়ার হোসেন আত্মগোপনে রয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুিিত চলছে ।
গাংনী থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাংনী থানার ইন্সপেক্টের (ওসি তদন্ত) কাফরুজ্জামান সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর গ্রামে অভিযান চালায়। সপ্তম শ্রেণীতে পড়–য়া দুই ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় তদন্তে সত্যতা উঠে আসে। তবে গ্রাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বখাটে রাশিদুল ইসলাম,ও সরওয়ার হোসেন । তবে তাদেরকে যে কোনভাবে গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। অপরদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিদ্যালয় ও কলজেগামী মেয়েদের বাবারা বলছে প্রকাশ্য দিবালোকে শ্লীলতাহানীর ঘটনায় যদি উপযুক্ত বিচার না হয় তাহলে ওই গ্রামের মেয়েরা কিভাবে চলাফেরা করবেন এমন প্রশ্ন এখন সবার মুখে মুধে।
গাংনী থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি ) আনোয়ার হোসেন আরো জানান, ভুক্তভোগীদের নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। দ্রুত মামলা দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবে পুলশি।
প্রসঙ্গত, রোববার দুপুরে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর দুই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলো। গ্রামের সাবেক মেম্বর মৃত হাশেম আলীর স্ত্রী জরিনা খাতুনের বাড়ির কাছে পৌঁছালে । সেখানে আগে থেকে অবস্থানরত রাশেদুল ইসলাম (২০) ও সরওয়ার হোসেন (২২) দুই ছাত্রীকে জোরর্পুবক তুলে নিয়ে জরিনার বাড়ির মধ্যে যায়। র্ধষণের অপচেষ্টাকালে ছাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে যায় পরে তাদের উদ্ধার করে । এ সময় অভিযুক্ত দু’জন পালিয়ে গেলেও মহাদাপটেই গ্রামে অবস্থান করছিলো।