মুন্সীগঞ্জ সদরে মিরকাদিমে বিনোদন রামকুমার উচ্চ বিদ্যালয়ের যৌন হয়রানি, বাল্যবিয়ে আলোচনা সভা
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:বিনোদন পুরে কমিউনিটি ওয়াচ গ্রুপের ফলোআপ আলোচনা সভা. যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং বর্তমান সমাজের একটি মারাত্মক অবক্ষয়। সমাজের যেকোন প্রত্যন্ত এলাকায় বাল্যবিয়ে ও যৌন হয়রানিহলে সে তথ্য সাংবাদিকদের মাধ্যমেএ তথ্য প্রশাসনের নজরে আসে। প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের ফলে এ সমস্যা আজ অনেকটা কমে আসছে। আমরা সকলের সম্মিলিতউদ্যোগের মাধ্যমে আরো কমিয়ে আনতে চাই। মেয়েদের জন্য সম্পূর্ন নিরাপদ নাগরিকত্ব নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌন হয়রানি, সাইবার বুলিং বিষয়ক সচেতনতার সাথে সাথে মেয়েদের নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করতে হবে। বুধবার সকাল ১১:০০ টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচিউদ্যোগে মেয়েদেরজন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) প্রকল্পের যৌন হয়রানি ও বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময়সভায় এতে উপস্থিত ছিলেন. জুনিয়র সেক্টর ফৌজিয়া ইসমিন . বিনোদনপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক. মো: আলাউদ্দিন আহমেদ.সংবাদিক রুবেল মাদবর.
পঞ্চসার ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেমবার.মো: মামুন মিয়া.মাও:তাফাজ্জাল ইমাম. মোঃরিয়াসউল্লাহ. মোঃমামুন .সামসুন্নাহার. কাজী সাদ্দাম হোসেন.ইকবাল ভুইয়া. . প্রমূখ। সভায় বক্তৃারা বক্তব্যে রাখেন. জনগন সহ তারা যদি বিদ্যালয় চলা কালিন পুলিশ টহল দিলে. মাইকিং ও র্যালী করে এলাকা বাসীদের সচেতন করে তুলতে হবে.