আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা, ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বন্ধ
পবিত্র আল-আকসা মসজিদে প্রবেশে নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, জেরুজালেমে আল-আকসা মসজিদে নেয়া ব্যবস্থা বাতিল না করা হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়া না আনা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সসধরণের যোগাযোগ বন্ধ থাকবে।
সম্প্রতি সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে মেটাল ডিটেকটর বসায় ইসরায়েল।
সেইসঙ্গে সেখানে নামাজ আদায়ে ৫০ বছরের কম বয়সীদের নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে শুক্রবার দিনভর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।
এতে তিন ফিলিস্তিনি নিহত ও দেড় শতাধিক আহত হন।