লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়াই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
পরীক্ষায় কত পারসেন্ট পাস হলো আর কত পারসেন্ট পাস হলো না তা বিবেচ্য বিষয় নয় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়াই গুরুত্বপূর্ণ ভবিষ্যতে এই শিক্ষার্থীদেরই দেশের নেতৃত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি পাওয়ার পর এ কথা বলেন তিনি।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন।
এবার সব বোর্ড মিলে পাসের গড় হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।
যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাকে কীভাবে এগিয়ে নেয়া যায় তার ওপর গুরুত্ব দিয়ে সরকার শিক্ষাকে বহুমুখী করেছে বলে জানান তিনি।
পরীক্ষায় কত শতাংশ পাস হলো, আর কত শতাংশ পাস হলো না, তা বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করে শেখ হাসিন শিক্ষার গুণগত মানের প্রতি গুরুত্ব দেন।