মাশরাফীর সাধ্যমতো’ লড়াইয়ের প্রতিশ্রুতি
বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে টানা শিরোপা জিতিয়ে আরো বেশি আকাঙ্ক্ষিত খেলোয়াড়-অধিনায়ক হয়ে ওঠেন মাশরাফী বিন মোর্ত্তজা। তৃতীয় আসরে প্রথমবার দল গড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও শিরোপা জিতিয়েছেন। পরপর দুবার কুমিল্লায় খেলে ঠিকানা বদলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এবার রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন। রোববার সেরেছেন আনুষ্ঠানিক চুক্তিও। এবার কী তবে রংপুরের শিরোপা ভাগ্য খুলবে?
এখনই দূরের কথা ভাবতে চান না রংপুরের ‘আইকন’ মাশরাফী। তবে প্রতিশ্রুতি দিলেন সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার। রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাইডার্সের পরিচিতি পর্বে মাশরাফী বললেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, যতটা সম্ভব পারা যায়। মাঠে যারা ভাল করবে তারাই ম্যাচ জিতবে। মাঠের বেশিরভাগ দিনই আমরা ভালো করতে চাই। চাইবো সেরাটা খেলতে। বেশীরভাগ দিনই যেন ভাল করতে পারি, সে দোয়া করবেন।’
আগামী ৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে। তার অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে এবার আর কুমিল্লায় খেলবে না মাশরাফী। গত বিপিএল চলাকালীন দলটির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মনোমালিন্য হয়েছিল টাইগার দলপতির। টিম হোটেল থেকেও বের হয়ে গিয়েছিলেন। পরে বাসা ঘুরে আবার ফিরেছেন, মন না চাইলেও মাশরাফী কুমিল্লার বাকি ম্যাচগুলো সর্বোচ্চটা দিয়েই খেলেছেন। টিম ম্যানেজম্যান্টের অনুরোধে সে যাত্রা কাটিয়ে দিলেও ম্যাশ যে আর দলটির সঙ্গে থাকছেন না সেটির আঁচ মিলেছিল।
এবার বেছে নিয়েছেন রংপুর রাইডার্সকে। দলটির ম্যানেজমেন্টের পরিকল্পনা ভালো লেগেছে মাশরাফীর। আর দল বদলকে দেখছেন পেশাদারিত্বের জায়গা থেকে, ‘শুরুতে যখন কথা হয়, তারা যে পরিকল্পনা নিয়ে এগিয়েছে এ ধরনের টুর্নামেন্টের জন্য তা আদর্শ। তাদের সবকিছুই ভালো লেগেছে বলতে পারেন।’
নতুন দলের ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের সঙ্গে নতুন করে মানিয়ে নিতে হবে। সেটা নতুন এক চ্যালেঞ্জ। মাশরাফী অবশ্য এই প্রসঙ্গে দার্শনিক জবাবই দিলেন, ‘এটা তো নতুন কিছু না, ১৬-১৭ বছর ধরে ক্রিকেট খেলছি; একেক সময়টা একেকটা টিমে খেলেছি। এটা বোঝাপড়ার ব্যাপার। এটা প্রথম কথাতে হতে পারে, আবার এমনও হতে পারে দিনের পর দিন খেলে গেলেও বোঝাপড়া হচ্ছে না।’
রংপুরের কোচিং স্টাফদের মধ্যে যারা আছেন তাদের সবার সাথেই সখ্যতা ম্যাশের, ‘মাঠের কাজে যেহেতু ফাহিম স্যার (নাজমুল আবেদীন ফাহিম) আছেন। এমনিতে সমস্যায় পড়লেই স্যারের সাথে আলোচনা করা হয়। স্যার মাঠে সবসময় থাকবেন। রফিক ভাই (মোহাম্মদ রফিক) থাকবেন। আধুনিক ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা কোচ টম মুডি থাকবেন। আশা করি কম্বিনেশন ভালোই হবে।’
মাশরাফীকে পেয়ে খুশি রংপুরও। দল গড়ার কাজ শুরু করে দিয়েছে তারা। শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে নিশ্চিত করেছে রংপুর। শেষদিকের দুই-তিনটি ম্যাচ খেলতে আসার কথা ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের। দেশি ক্রিকেটারদের মধ্যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে ধরে রেখেছে দলটি। বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে ধরে রাখার ব্যাপারেও ভাবছে। গত আসরে সানি দুর্দান্ত বোলিং করেছিলেন রংপুরের হয়ে।