আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা ইংল্যান্ডের ঘরে
লর্ডসে ফাইনালে ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড।
ইংলিশদের দেয়া ২২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২১৯ রানে অলআউট হয় ভারত।
লর্ডসে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সারাহ টেইলরের ৪৫, নাটালি স্কিভারের ৫১, ক্যাথেরিন ব্রান্টের ৩৪ ও জেনি গানের অপরাজিত ২৫ রানে ভর করে ৭ উইকেটে ২২৮ রান করে থ্রি লায়নরা।
জবাব দিতে নেমে ৪৩ রানে ২ উইকেট হারায় ভারত। তবে, পুনম রাউত ও হারমানপ্রীত করের ব্যাটে ঘুরে দাড়ায় টিম ইন্ডিয়া।
ফিফটি তুলে নেন দুজনেই। তবে, আনিয়া শ্রুবসোলের বোলিং তোপে গুড়িয়ে যায় ভারতের ব্যাটিং লাইনআপ।
আনিয়া একাই নেন ৬ উইকেট। ৪৮ ওভার ৪ বলে ২১৯ রানে সবকটি উইকেট হারায় টিম ইন্ডিয়া। এর মধ্য দিয়ে চতুর্থ বারের মতো আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জিতলো ইংলিশরা।