দাবি না মানলে বাংলাদেশ সফর আসবেন না অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি না মানলে বাংলাদেশ সফরে আসবেন না ক্রিকেটাররা। সিনিয়র খেলোয়াড়দের ভোটে এ সিদ্ধান্ত নিয়েছে অজিরা। আগেই একদফা পেছানো দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের।
সোমবার খেলোয়াড়দের সংগঠনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর কী করা যেতে পারে তা নিয়েই ভেবেছেন খেলোয়াড়রা।
বৈঠকের পর স্মিথ-ওয়ার্নারদের সিদ্ধান্ত, বাংলাদেশের সিরিজের জন্য ১০ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও, এর মধ্যে চুক্তি না হলে সফরে যাবেন না তারা।
এর আগে একই ভাবে অস্ট্রেলিয়া এ-দলের দক্ষিণ আফ্রিকা সফরও শেষ পর্যন্ত বাতিল হয়েছিল। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য এখনো অস্ট্রেলিয়া দলের সফর সময়মতো হবে বলেই আশা করে আছে।
আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত সফর হচ্ছে বলেই ধরে নেওয়া হবে বলে জানিয়েছিল বিসিবি।