ট্রাম্পের অমতে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে বিল পাস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মুখেও রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিল পাস হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান দলের সদস্যরা এতে সমর্থন দিলে ৪১৯-৩ ভোটে বিলটি পাস হয়।
এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে ইরান এবং নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা একমত হন।
নতুন এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বড় বড় তেল এবং গ্যাস প্রকল্প ছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ উন্নয়ন বিষয়ক বিভিন্ন কোম্পানি এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষরের আগে বিলটি অনুমোদনের জন্য সিনেট কমিটিতে পাঠানো হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পর নিজেদের প্রতিক্রিয়ায় রাশিয়া জানিয়েছে, ‘‘এই নিষেধাজ্ঞা আরোপের ফলে দু’দেশের চলমান সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে।’