মেহেরপুরে অস্ত্র মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে একটি অস্ত্র মামলায় গাজী মন্ডল (৬০) নামের এক জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়র জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। দন্ডাদেশ প্রাপ্ত গাজী মন্ডল ভারতের নদীয়া জেলার মোরটিয়া থানার গান্দিনা গ্রামের মৃত জহির মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৯মে সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকার ১৪৪/৫ সাব আন্তর্জাতিক সাব পিলারের নিকট গাজী মন্ডল অস্ত্র বিক্রি করছেন। এমন সংবাদ পেয়ে গাংনী র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় দুটি ৭.৬৫ এম এম পিস্তল, একটি ওয়ান শুট্যার গান, দুটি মাগজিন এবং ১২ রাউন্ড গুলিসহ গাজী রহমানকে আটক করে । ওই দিনই ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম বাদি হয়ে গাংনী থানায় গাজী মন্ডলের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল ১৮/০৬/১৫ ইং তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষী প্রদান করেন। মামলার নথি পর্যালোচনা ও দির্ঘ শুনানী শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী মন্ডলের বিরুদ্ধে বুধবার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে ইব্রাহিম শাহিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।