মন্ত্রীকে নিয়ে সালিসিতে বসবে ক্রিকেট অস্ট্রেলিয়া
বাংলাদেশসহ অ্যাশেজ সিরিজে ক্রিকেটারদের অংশ নেওয়াতে ক্রীড়া মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংবাদ সম্মেলন ডেকে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, এক সপ্তাহের ভেতর সমঝোতা না হলে মন্ত্রীর সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
‘আমরা আজকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। আশা করছি সামনের সপ্তায় একটা সমাধানে পৌঁছানো যাবে।’ সংবাদ সম্মেলনে বলেন সাদারল্যান্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নতুন আরেকটি প্রস্তাব দেয়া হয়েছে। সাদারল্যান্ড বলছেন, ‘আমরা মনে করি এই প্রস্তাব সম্পূর্ণ নিরপেক্ষ।’
বোর্ডের কাছ থেকে বাৎসরিক আয়ের নির্দিষ্ট পরিমাণ একটি লভ্যাংশ দাবি করছেন স্মিথ-ওয়ার্নাররা। তাতে তাদের আয় কিছুটা কমে যাবে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে তৃণমূল ক্রিকেটে বিনিয়োগ বাড়াতে তাদের এই অবস্থান।
অস্ট্রেলিয়া দীর্ঘদিন পর বাংলাদেশ সফর করতে আসবে। এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে তারা সফর বাতিল করেছিল। এবার না আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। অস্ট্রেলিয়ান বোর্ড সফরটি করতে বদ্ধপরিকর। তারা নানাভাবে চেষ্টা করছে বিসিবিকে দেয়া কথা রাখতে। এ জন্য নতুন একটি পরিকল্পনার কথাও জানিয়েছেন সাদারল্যান্ড, ‘চলমান সমস্যা না মিটলে বাংলাদেশ সফর করাতে ক্রিকেটারদের সঙ্গে স্বল্প মেয়াদে একটি চুক্তি করতে চাই আমরা। সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হবে। তখন আবার নতুন করে আলোচনা হতে পারে।’
ক্রিকেটাররা এই শর্তে রাজি না হলে ‘স্বাধীন সালিসি’তে বসা হবে বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ জন্য ক্রীড়ামন্ত্রী গ্রেগ হান্টের সঙ্গে কথা বলা