রাজধানীকে '২০২৫ সাল মধ্যে শতভাগ স্যুয়ারেজের আওতায় আনা সম্ভব'
রাজধানীকে '২০২৫ সাল মধ্যে শতভাগ স্যুয়ারেজের আওতায় আনা সম্ভব'
পর্যাপ্ত প্রাকৃতিক জলাধার না থাকায় বুধবার অতি বৃষ্টিপাতের ফলে রাজধানীবাসীকে জলজটের কবলে পড়তে হয় বলে মন্তব্য করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
২০২৫ সাল নাগাদ রাজধানীকে শতভাগ স্যুয়ারেজের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান ওয়াসা প্রধান।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, 'আপনারা সবাই জানেন যে পরিমাণ বৃষ্টি ঢাকা শহরে হয়। সে পরিমাণ বৃষ্টিকে ধরে রাখার জন্য একটি আধার দরকার। আর এই আধরই হচ্ছে পুকুর ডোবা বা জলাভূমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকা শহরের আধারগুলো ভরাট বা দখল হয়ে গেছে।'