'কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় ফেরাতে কাজ করছে সরকার'
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইডিইবি ও সিপিএসসি'র যৌথ উদ্যোগে এক আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কওমি শিক্ষা ব্যবস্থাকে মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
এছাড়া দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
এ সময় তিনি বলেন, 'বাংলাদেশের জন্য একটি আধুনিক যুগোপযোগী শিক্ষানীতিমালা গ্রহণ করেছে সেখানেও আমরা কারিগরি শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়েছি। ছিয়ানব্বই সালে যখন আমি প্রথম সরকার গঠন করি তখন আমি দেখলাম কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ছিলো মাত্র এক দশমিক ৮ ভাগ।'
প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষা নিয়ে বলেন, 'সরকারের নানাবিধ পরিকল্পনায় আমারা যেসব উদ্যোগ নিয়েছি তার ফলে এখন তা ১৪ ভাগে উন্নীত হয়েছে। চল্লিশ সালে ৫০ ভাগে উন্নীত করবো সেটাই আমাদের লক্ষ্য।'
মাদ্রাসার শিক্ষা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষাকে শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে হবে এবং তাদেরকেও যুগোপযোগী শিক্ষা দিতে হবে। তারাও যেনো দূরে না থাকে। আমাদের মূল শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে পারে।'