আশুলিয়ায় গৃহবধূকে জবাই করে হত্যা; স্বামী পালাতক
আব্দুস সাত্তার,সাভার: আশুলিয়ায় জামগড়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে পাতলক রয়েছে স্বামী।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়নের ১ নং গেটে অবস্থিত এনায়েত মোল্লার বাড়ির একটি কক্ষ থেকে এই গৃহবধূর মাহফুজা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূর নাম মাফুজা বেগম। এই দম্পতি দুইজনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ওজান গ্রামে। তিনি আশুলিয়ার নরসিংহপুরে এনভয় পোশাক কারখানার শ্রমিক ছিলো। স্বামী লাভলু মিয়া রাজমিস্ত্রির কাজ করতো বলে জানান যায়। তারা চার মাস এই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো।
পুলিশও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে দরজা ভেঙ্গে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। গৃহবধূর গলায় ধারালো অস্ত্রের জখমের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা হচ্ছে বুধবার গভীর রাতের কোন এক সময় তাকে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। প্রতিবেশীরা সারাদিন কোন সারা শব্দ না পেয়ে সন্দেহ হলে পুলিশকে জানায়।পরে পুলিশ এসে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে।
এব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।