গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন এড. আশরাফী মেহেদী হাসান
মোঃ লোকমান হোসেন পনিরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে সভাপতি, ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক ও আনিছুর রহমান আনিছকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কালীগঞ্জের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এড. আশরাফী মেহেদী হাসান। গত শুক্রবার দলের সভানেত্রী শেখ হাসিনা এ কমিটির অনুমোদন করেন।
এড. আশরাফী মেহেদী হাসান কালীগঞ্জ শ্রমিক কলেজে অধ্যয়নকালীন সময়ে থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে সফল নেতৃত্বের পুরস্কার স্বরুপ ইতিপূর্বে তাঁকে গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। পরিচ্ছন্ন রাজনৈতিক জীবনের অধিকারী এড. আশরাফী মেহেদী হাসান কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাষ্টার্স এবং এলএলবি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির (আসাদুজ্জামান নূর-হাসান আরিফ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এড. আশরাফী মেহেদী হাসান উপজেলার বাঙ্গালহাওলা গ্রামের বিশিষ্ট সমাজসেবী আব্দুল গণি মিয়া ও জোবেদা খাতুন দম্পত্তির কণিষ্ঠ পুত্র। তাঁর চাচা সবুর আশরাফী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর মামা ফকির সাহাবুদ্দিন আহম্মেদ বাংলাদেশের সংবিধানের রচয়িতা এবং প্রথম এটর্নি জেনারেল ছিলেন।