নতুন সঙ্কটে পাকিস্তান, নেওয়াজের পর কে হচ্ছেন প্রধানমন্ত্রী
পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করায় 'প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদত্যাগে নতুন করে সংকটে পড়েছে পাকিস্তান।
শনিবার ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজের বৈঠকে নির্ধারিত হবে কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। এ বৈঠকে ৪৫ দিনের জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীও নির্বাচন করা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের পদতাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। এখন পর্যন্ত পাওয়া খবরে প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে এগিয়ে আছেন নেওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফ। এরইমধ্যে এ পদের জন্য তাকে মনোনয়োন দিয়েছেন নেওয়াজ।
শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ ' এর বৈঠকেই চূড়ান্ত হবে নেওয়াজের পরিবর্তে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব বর্তাবে কার ওপর।
এরইমধ্যে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক, দলের সিনিয়র নেতা আসিফ কিরমানি এবং পারভেজ রাশিদ প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। এই বৈঠকে দলের নতুন প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভায় কারা থাকছেন সে ব্যাপারেও আলোচনা হতে পারে।
পিএমএল-এন'র বৈঠকে আগামী ৪৫ দিনের জন্য একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকেও মনোনয়োন দেয়া হবে।
যিনি শেহবাজ শরিফ দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত দেশটির দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী শহিদ খাকান আব্বাসির মধ্যে যেকোনো একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
শুক্রবার পানামা পেপার্স কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট অযোগ্য ঘোষণা করার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর পদ ছাড়েন নেওয়াজ শরিফ।
গত বছর পানামা পেপার্স প্রকাশিত লাখ লাখ নথিতে বিশ্বের শত শত রাজনীতিক ও ব্যবসায়ীদের গোপন সম্পদের তথ্যের পাশাপাশি নেওয়াজ ও তার পরিবারের কয়েকজন সদস্যের নামও আসে। অবৈধভাবে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে নেওয়াজের বিরুদ্ধে।