গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এম এ লিংকন মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর গাংনী উপজেলার মালমারী ধলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে এনামুল হক লাইজু (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত ১১ টার সময় উপজেলার নওয়াপাড়া ঈদগাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাইজু মালমারী ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের ছোট ভাই। ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান,তার ভাই এনামুল হক লাইজু নওয়াপাড়া বাজার থেকে একটি মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া ঈদগাঁ এলাকায় ১০/১২ জন চিহৃত সন্ত্রাসী গাছের সাথে দড়ি বেঁেধ তার পথরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এনামুল হক লাইজু কে। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, এনামুল হক লাইজু’র শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তার অবস্থা আশংখা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
মালমারী ধলা গ্রামের মেম্বর আজমাইন হোসেন টুটুল জানান, আজ ভোর ৫টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। হত্যা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।