পাটের মূল্যে বৃদ্ধির দাবিতে গাংনীতে ওয়াকার্স পাটির মানববন্ধন
এম এ লিংকন,মেহেরপুর: পাটের নায্য মূল্যের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি। ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুলের উদ্যোগে মেহেরপুর জেলা ওয়াকার্স পার্টি সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামানের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রনালের মন্ত্রী বরাবর ন্বারক লিপি প্রদান করে। এসময় মেহেরপুর জেলা ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আব্দুল মাবুদ,অধ্যাপক আব্দুর রশিদ,কমরেড হাসেম আলী, কমরেড মজনুল হক,কমরেড আব্দুর রশিদ,কমরেড ওমর ফারুক,কমরেড তোজাম্মেল হক,কমরেড কামাল হোসেন সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন সোনার বাংলার সোনালী আঁশ খ্যাত ‘পাট’ আমাদের জাতীয় ঐতিহ্য। পাট অর্থনীতির উপর দাঁড়িয়েই এই দেশের উন্নয়ন কর্মকান্ডের একটি বড় অংশ পরিচালিত হয়, যার অবদান এ দেশের কৃষক সমাজের। আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং চেতনা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত প্ররিশ্রম করছেন। আপনার পাট ও বস্ত্র মন্ত্রনালয় ও কৃষক স্বার্থে কাজ করার চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পাট উৎপাদনকারী কৃষকেরা সরাসরি পাটের মূল্য পাওয়ার ক্ষেত্রে কোন রকম সুবিধা পাচ্ছে না। তাই মন প্রতি পাটের মূল্যে ৪২ শত টাকা করার দাবি জানান।